ফের পাকিস্তানি স্নাইপারের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনা জওয়ানের। গত তিনদিনে এই নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
জানা গিয়েছে, রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয়েছে ওই জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ান নৌশেরা সেক্টরের কালাল এলাকাতে পোস্টেড ছিলেন। সেনা আধিকারিকরা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে নিয়ন্ত্রণরেখা। বারবার গুলির লড়াই হচ্ছে ভারতীয় এবং পাক সেনাবাহিনীর মধ্যে।
শনিবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনাবাহিনী। এ দিন সকাল দশটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয় এক সেনা জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে মৃতের নাম বরুণ কাট্টাল (২১)। রাইফেলম্যান বরুণ ছিলেন জম্মু ওকাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা। একুশ বছরের এই তরুণ জওয়ানের বাড়ি ছিল মাওয়া-রাজপুরা এলাকাতে। দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলাকালীন পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয় বরুণের। এই ঘটনায় আহত হন দু’জন বিএসএফ জওয়ানও।
এই ঘটনার একদিন আগেই আখনুর সেক্টরে পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত হন আর এক ভারতীয় জওয়ান।
Be the first to comment