জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশ এখন টেস্ট খেলতে ব্যস্ত ৷ কিন্তু ম্যাচ নয় ৷ এখন বরং আলোচনার কেন্দ্রে সেদেশের ক্রিকেটারদের রাজনীতিতে আসার বিষয়টি ৷ বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজার আওয়ামি লিগের মনোনয়ন সংগ্রহ নিয়ে সেদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছে ৷
রবিবার ধানমন্ডিতে আওয়ামি লিগের দলীয় কার্যালয় থেকে নড়াইল-২ আসনে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র নেন মাশরাফি। বাংলাদেশে এবারই প্রথম, কোনও খেলোয়াড় সরাসরি নির্বাচনী অংশ নিচ্ছেন।
মাশরাফির রাজনীতিতে আসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র কী প্রতিক্রিয়া ? তা নিয়ে আগ্রহ তাই সবারই অনেক বেশি ৷ কারণ এব্যাপারে বিসিবি-র কোনও নিয়ম আছে কী না, সেপ্রসঙ্গে বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলেন, ‘‘ মাশরাফি তাঁর কেরিয়ারে এখন শেষ পর্যায়ে চলে এসেছেন। ২০১৯ সালের বিশ্বকাপের পর ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার বিষয়টা মোটামুটি নিশ্চিত। এমন কোনও নিয়ম নেই যে, কোনও ক্রিকেটার রাজনীতি করলে তিনি খেলতে পারবেন না।’’
Be the first to comment