রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার কলকাতার পিয়ারলেস হাসপাতালে। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের অন্য়ান্য রোগীদের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
৮২ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় সোমবার সকালে। তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর পরিবারের দাবি, তিনি অনেকটাই সেরে উঠেছিলেন। রবিবারও তাঁকে সুস্থ দেখা গেছে। তাহলে সোমবার এমন ঘটনা ঘটল কী ভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে ঝামেলা শুরু করেন রোগীর আত্মীয়েরা। হাসপাতাল কর্মীদের মারধর করা হয়। চিকিৎসকের গায়েও হাত তোলেন তাঁরা।
হাসপাতালের এক কর্মীর কথায়, “কয়েকটি ছেলে সকাল থেকেই ঝামেলা করছিল। কম্পিউটার ছুঁড়ে ফেলে দেয় তারা। আমাদের মারতে আসে। মুখে অশ্লীল গালিগালাজ।” পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে রোগীর আত্মীয়দের হাসপাতালের বাইরে নিয়ে যায়।
হাসপাতালের ভিতরের পরিবেশ এখনও উত্তপ্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জরুরি বিভাগে ভর্তি রোগীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর আত্মীয়দের সঙ্গে অনেক বহিরাগতরাও ভাঙচুর চালিয়েছে। প্রায় ২৫-৩০ জনের একটি দল কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় হাসপাতালের ভিতর। হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
Be the first to comment