শাহদোলের মাটিতে মুখোমুখি হতে চলেছেন মোদী-রাহুল; পড়ুন বিস্তারিত!

Spread the love

মধ্যপ্রদেশে ভোটের দামামা বেজে গিয়েছে ৷ আগামী ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ আর  নির্বাচনকে মাথায় রেখেই মধ্যপ্রদেশের মাটিতে মুখোমুখি হতে চলেছে দুই শিবির ৷ আগামী ১৬ নভেম্বর যুযুধান দুই রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি শাহদোল থেকে নির্বাচনী প্রচার করবেন ৷ যা রাজনীতির পাতায় ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে ৷

জানা গিয়েছে শাহদোল জেলার লালপুর থেকে নির্বাচনী প্রচার করবেন মোদি ৷ অপরদিকে, শাহদোল শহরে রোড-শো করবেন রাহুল গান্ধি ৷ যার জেরে চরম ব্যস্ত দুই রাজনৈতিক দলেরই নেতা নেত্রীরা ৷

একদিকে মধ্যপ্রদেশে মোদির সভাতে ভিড় জমায়েতে ব্যস্ত বিজেপি ৷ অন্যদিকে, রাহুলের রোড-শো-এর ম্যাপ ঠিক করছেন কংগ্রেস শিবির ৷ মিছিলে জমায়েত করতে দুই দলই মহাকৌশল নিয়েছে ৷ দুই দলই রণকৌশল প্রস্তুতে ব্যস্ত ৷ গ্রামবাসীদের ভোট টানাই লক্ষ্য দুই দলের ৷ এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের দু:খ, কষ্ট সেই সমস্ত কিছুও বুঝতে ব্যস্ত দুই রাজনৈতিক শিবির ৷ মোট ২৩১টি আসনে বিধানসভা নির্বাচন হবে ৷ যার জেরে রণসজ্জার প্রস্তুতি তুঙ্গে মধ্যপ্রদেশে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*