ছত্তিসগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে নোটা-তে ভোট দেবে একটি আস্ত গ্রাম; পড়ুন!

Spread the love
গ্রামের উন্নয়ন থমকে রয়েছে ৷ কাজ করছেন না সরকারি কর্মীরা ৷ সেই কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে নোটা-তে ভোট দেবে একটি আস্ত গ্রাম ৷ এমনই আজব একটি ঘটনা ঘটতে চলেছে ছত্তিসগড়ের জশপুরের কালারু গ্রামে ৷
গ্রামীণ বাসিন্দাদের দাবি, জশপুরের সমস্ত নথি-তথ্য ডিজিটালিভাবে নথিভুক্ত করা রয়েছে সরকারি দস্তাবেজে ৷ কিন্তু সরকারের সেই রেভিনিউ রেকর্ড থেকে গায়েব কালারু গ্রাম ৷ যার জেরে গ্রামের বাসিন্দারা বঞ্চিত সরকারের সমস্ত সুযোগ-সুবিধা থেকে ৷
এই গ্রামে সব মিলিয়ে প্রায় ১৫০ পরিবারের বাস ৷ কারোওর কারোওর বসবাসের জন্য মাথার উপর নেই ছাদও ৷ কিন্তু প্রত্যেকের সমস্যা একই ৷ সরকারের রেভিনিউ রেকর্ড থেকে গায়েব গোটা গ্রাম ৷ যার জেরে গ্রামীণ বাসিন্দারা সরকারের চাষবাস-সহ সমস্ত গ্রামীণ যোজনা থেকেই বঞ্চিত ৷ এই সমস্যা থেকে রেহাই পেতে একাধিকবার কালেক্টর জনদর্শনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা ৷ কিন্তু কোথাও থেকে কোনও সহযোগিতা পাননি তারা ৷ এমনটাই দাবি তাদের ৷
গ্রামবাসীদের দাবি, যতদিন না পর্যন্ত রেভিনিউ রেকর্ডসে তাদের নাম উঠছে, ততদিন কোনও রাজনৈতিক নেতাদেরই গ্রামে ঢুকতে দেবেন না তারা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*