মে দিবসকে বাধ্যতামূলক সরকারি ছুটির দিন থেকে বাদ দেওয়ার সওয়াল করলেন বিপ্লব দেব; পড়ুন!

Spread the love

মে দিবস শ্রমিকদের ছুটির দিন। সরকারি কর্মচারীরা নিশ্চয় শ্রমিক নয়! তাই মে দিবসকে বাধ্যতামূলক সরকারি ছুটির দিন থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তা হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা গেজেটেউ অফিসার সঙ্ঘের আলোচনা সভায় এমনটাই জানান তিনি। বিজেপি শাসিত ত্রিপুরা মুখ্যমন্ত্রীর আরও বলেন, শুধুমাত্র শিল্পক্ষেত্রের শ্রমিকদের জন্যই মে দিবসের ছুটি বরাদ্দ থাকছে। পূর্বতন বাম সরকার অযৌক্তিক ভাবে এটা প্রবর্তন করেছে। সরকারি কর্মীদের মে দিবসের ছুটি প্রয়োজন নেই। মাত্র গুটি কয়েক রাজ্যে এটা চালু আছে।

প্রসঙ্গত, ৩ নভেম্বর ১২টি সংরক্ষিত ছুটির তালিকা প্রকাশ করে ত্রিপুরা সরকার। সেই নির্দেশিকায় বলা হয়, এখন থেকে সরকারি কর্মীরা এই ১২টি ছুটির তালিকা থেকে পছন্দমতো ৪টি ছুটি বেছে নিতে পারবেন। সেই সংরক্ষিত তালিকায় মে দিবসকেও রাখা হয়। বলা বাহুল্য, এই সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। যদিও সেসবে মোটেও আমল দিতে নারাজ বিপ্লব দেব। তাঁর দাবি, ‘আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, শ্রমিক নই। তাই মে দিবসের ছুটি আমার প্রয়োজন নেই। তেমনি সরকারের কর্মচারীরাও কোনও শ্রমিক নয়। তাই তাঁদেরও মে দিবসের ছুটি নেওয়া উচিত নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*