তিনি মিথ্যে কথা বলেন না। জানিয়েছেন রাফাল নির্মাতা ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশনের সিইও এরিক ত্রাপিয়ে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির তোলা অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, রাফালের জন্য রিলায়েন্সকে বাছাই করেছেন তাঁরাই। একথা আগেও বলেছেন। সত্য বলেছেন। সিইও হিসেবে তিনি অসত্য বলতে পারেন না।
পাল্টা কংগ্রেস বলেছে, এই সাক্ষাৎকার আগাগোড়া তৈরি করা, সাজানো। তৈরি করা মিথ্যে দিয়ে কেলেঙ্কারি ঢাকা যাবে না। অভিযুক্তরা নিজেদের বাঁচাতে চাইছে। ত্রাপিয়ে জানান, দাসাউয়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক পুরানো। ১৯৫৩ সালে জওহরলাল নেহরুর আমলে তাদের কোম্পানির সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল। দাসাউয়ের সঙ্গে কারও কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। ভারতীয় বিমানবাহিনী এবং ভারত সরকারের জন্য তাঁরা যুদ্ধবিমান তৈরি করেন। এটাই কেবল গুরুত্বপূর্ণ। রিলায়েন্সের সঙ্গে যে চুক্তি হয়েছে সে টাকা তাদের কাছে সরাসরি যাবে না। যাবে একটি যৌথ অংশীদারি কোম্পানিতে। রাহুল অভিযোগ করেছিলেন, লোকসানে চলা রিলায়েন্সকে দাসাউ ২৮৪ কোটি টাকা দিয়েছে। এটা ঘুষ।
Be the first to comment