মঙ্গলবার সন্ধ্যায় যেন নক্ষত্রের সমাবেশ হয়েছিল আলিপুরের হোটেলে। এদিন সন্ধ্যায় জগমোহন ডালমিয়ার কনক্লেভ এ উপস্থিত ছিলেন ভারত ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা, শ্রীলঙ্কা দলের বোর্ডের সভাপতি, বাংলার ক্রিকেটের সাথে জড়িত ব্যক্তিত্ত্বরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিইও এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, কপিল দেব এবং আজহারউদ্দিন ও আরো অনেকে। মিস্টার ডালমিয়াকে নিয়ে আলোচনা সভা। সেখানে বক্তব্য রাখার সাথেই কপিল বিরাট প্রসঙ্গে আবেগ তাড়িত হয়ে জানান, আমরা বিরাটের দিকে তাকিয়ে। তুমিও আমাদের নায়ক। তোমার হাত ধরেই ভারতীয় ক্রিকেট আরো এগিয়ে যাবে। তুমিও পারো ভারতীয় ক্রিকেটকে আরো উচ্চ মঞ্চে পৌঁছে দিতে। যেখানে কেউ পৌঁছতে পারবে না। গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দলে ফিটনেস লেবেল যে পর্যায়ে এনেছো, যা দেখলে আমার গর্ব হয়।
একটি সাক্ষাৎকারে আজহারুদ্দিনও বিরাট প্রশংসায় পঞ্চমুখ। বিরাট প্রসঙ্গে বলেছেন, বিরাটের বড় গুন ওর ফিটনেস এবং ধারাবাহিকতা। সব ম্যাচেই যেন ওর রান চাই। এই খদেটাই ওকে আলাদা পর্যায়ে পৌঁছে দিচ্ছে। টেস্ট, ওয়ানডে কি টি-২০ সব ফর্মাটেই ও রান করে চলেছে। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে ওর ৫০টা সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে। এতো তাড়াতাড়ি ৫০টা সেঞ্চুরিও একটা দারুন রেকর্ড। বিরাটের ফিটনেস যে ভাবে আছে এবং ও যেভাবে ছুটছে, ধরে ফেলতে পারে সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ডকে।
Be the first to comment