আজকের দিন

Spread the love
পণ্ডিত জওহরলাল নেহরু
জন্মঃ ১৪ই নভেম্বর, ১৮৮৯—২৭শে মে, ১৯৬৪
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
 দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত এবং কূটনীতিবিদ নেহরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবেও নেহরু ছিলেন বিশিষ্ট। ইংরেজীতে লেখা তাঁর তিনটি বিখ্যাত বই- ‘একটি আত্মজীবনী’ (An Autobiography), ‘বিশ্ব ইতিহাসের কিছু চিত্র’ (Glimpses of World History), এবং ‘ভারত আবিষ্কার’ (The Discovery of India) চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*