রাশিয়া বিশ্বকাপে ইতালি না থাকায় মারাদোনা মর্মাহত। দিয়েগো মারাদোনা তার কেরিয়ারে বেশিরভাগই ইতালির ক্লাবগুলোতে খেলেই বিখ্যাত হয়েছেন। কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছেন। প্লে-অফ ম্যাচে সুইডেনের কাছে ইতালি হেরে যাওয়ার বিশ্বকাপের আঙিনায় ‘আজ্জুরি’ দের দেখা যাবে না। সেই প্রসঙ্গে তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের কম্পিটিশন সব সময়ই চ্যালেঞ্জ, সেখানে যে কেউ চমক দিতে পারে, কিন্তু রাশিয়া বিশ্বকাপে ইতালির না থাকাটা একটা বৃহৎ শক্তির না থাকা। একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে বলেন, ইতালি বিশ্বকাপ খেলছে না ভাবলেই খারাপ লাগে। ইতালির ফুটবল বিশ্বকাপের সৌন্দর্য বাড়ায়, যা ফুটবলের জন্য খুবই খারাপ খবর।
Be the first to comment