রাত পোহালেই মধ্যপ্রদেশ ভোট, বুথের সংখ্যা ৬৫ হাজার

Spread the love

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে কোনও রকম ফাঁকফোকড় রাখছে না নির্বাচন কমিশন৷ ভোটের জন্য রাজ্যজুড়ে ৬৫ হাজার বুথ তৈরি করছে কমিশন৷ তার মধ্যে ২ হাজার বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত৷ পোলিং স্টেশন ৬৫ হাজার ৩৪১টি। মোট ভোটারের সংখ্যা ৫.০৩ কোটি। আসন সংখ্যা ২৩০টি। পুরুষ ভোটারের সংখ্যা ২.৬২ কোটি আর মহিলা ভোটারের সংখ্যা ২.৪০ কোটি।

কমিশন জানিয়েছে, ৩ লক্ষ সরকারি কর্মীকে ভোটের ডিউটির জন্য ব্যবহার করা হচ্ছে৷ তার মধ্যে ৪৫ হাজার মহিলা ৷ একই সঙ্গে মধ্যপ্রদেশে কোনও দল আর প্রচার করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন ৷ একমাত্র প্রার্থীরা ডোর-টু-ডোর প্রচার করতে পারবেন ৷ কোনও সভা বা মিছিল করলেই তা নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যে পড়বে ৷ কোনও রাজনৈতিক দল সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনও দিতে পারবে না ৷ দৃষ্টিহীনরা যাতে ভোট দিতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে প্রতিটি বুথে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*