বুধবার ভোর থেকেই জঙ্গিদের খোঁজে সেনাদের তল্লাশি অভিযান জারি। জম্মু-কাশ্মীরের বুদগামের চাতেরগামে লুকিয়ে আছে কয়েকজন জঙ্গি বলে খবর। মঙ্গলবার রাতে কুলগামে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করে সেনা। সেখান থেকেই গা ঢাকা দেয় কয়েকজন জঙ্গি। বুদগামে সেই জঙ্গিরাই লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগে উপত্যকায় বেশ কয়েকজন জঙ্গির ঢুকে পড়ার খবর আসে। তারপর থেকেই চলছে সেনা অভিযান। মঙ্গলবার সকালেই পুলওয়ামার ত্রাল অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। গোপন আস্তানা থেকে রক্ষীদের উদ্দেশে গুলি চালায় জঙ্গিরা। দু’পক্ষের গুলি বিনিময়ে নিহত হয় জঙ্গি নেতা জাকির মুসার ঘনিষ্ঠ শাকির। তার মৃত্যু কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
কুলগামে মঙ্গলবার রাতে ফের তল্লাশি অভিযান চালায় সেনা। ২ জঙ্গিকে খতম হওয়ার পরও তল্লাশি জারি থাকে। জঙ্গিদের গুলিতে আহতও হয়েছেন এক জওয়ান।
তার আগে ২৫ নভেম্বর, সোপিয়ানে ৬ জঙ্গিকে খতম করে সেনা। ৬ জনই সোপিয়ানের একটি জঙ্গলে লুকিয়ে ছিল। গুলির লড়াইয়ে শহিদ হন দুই সেনা জওয়ান।
Be the first to comment