স্কুলের বার্ষিক পরীক্ষা চলার সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে পুলিশ বা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনও অভিযোগ দেওয়া হয়নি।
সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অভিষেক মিত্র। সোনাতোড়পাড়ার বাসিন্দা ওই ছাত্রের মঙ্গলবার ইংরেজি পরীক্ষা ছিল। স্কুল ও ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে। অভিযোগ, পরীক্ষার সময়েই কোনও কারণে স্কুলের এক শিক্ষক তাকে মারধর করেন। ছাত্রের কানে আঘাত লাগে।
অভিযুক্ত শিক্ষকের নাম ফেলালাম রুইদাস। তিনি অঙ্কের শিক্ষক। আহত ছাত্রের বাবা পরীক্ষিতবাবু বলেছেন, “আজ স্কুলে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সঠিকভাবে না রাখার কারণে স্কুলের শিক্ষক অভিষেককে বেধড়ক মারধর করে।তার কানে এবং পিঠে আঘাত লাগে। বাড়ি ফেরার পর তার কান থেকে রক্ত বার হচ্ছিল।” তাঁর দাবি, ছেলেকে মারধর করার পরেও কোনও চিকিৎসা না করে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে ছেলে সব কথা জানায়।
ছাত্রের পরিবার জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে। অন্যদিকে ঘটনার পরই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ কিছু জানা যায়নি। তবে, স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, ‘‘ওই পড়ুয়াকে নিয়ে এ দিন বিকেলে অভিভাবক আমার কাছে আসার পরেই বিষয়টি জানতে পারি। কিন্তু ততক্ষণে স্কুল ছুটির সময় হয়ে এসেছিল, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনিও বাড়ি চলে গেছিলেন।”
Be the first to comment