চিনে বিস্ফোরণ। এখনও পর্যন্ত পাওয়া খবরে চিনের জাংঝিকোউ শহরের একটি রাসায়নিক কারখানার সামনে বিস্ফোরণ হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের, আহত আরও ২২।
রাজধানী বেজিং থেকে ২০০ কিলোমিটার দূরে জাংঝিকোউ শহর। সেখানেই হেবেই সেংঘুয়া নামে একটি রাসায়নিক কারখানার সামনে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় কারখানায়। আগুনে পুড়ে গিয়েছে কারখানার অধিকাংশই। কা্রখানার সামনে ৫০টি ট্রাক পুড়ে গিয়েছে। কারখানার ভিতরের আগুন এখনও নেভেনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আগুন লাগার ফলে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মারাত্মক যানজট শহরজুড়ে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কারখানার ভিতরে এখনও মানুষ আটকে রয়েছেন বলে খবর। কোনও রাসায়নিক তরল লিক হয়ে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment