চলতি বছরের শেষে পাকিস্তানে সার্ক সম্মেলন ৷ কিন্তু সেই সম্মেলনে যোগ দেবে না ভারত ৷ ইতিমধ্যেই পাক সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ভারত। সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা সাফ জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ উল্লেখ্য, ভারতের সন্ত্রাস হামলায় মদত দিচ্ছে পাকিস্তান ৷ সেই কারণেই প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ এবং শান্তি আলোচনা একসঙ্গে চলতে পারেনা ৷ এমনটাই দাবি সুষমার ৷ সুষমা স্বরাজ আরও বলেন, ‘যতদিন না পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করছে ৷ ততদিন পর্যন্ত সার্কে অংশগ্রহণ করবে না ভারত ৷’
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রধানকে নিয়ে শুরু হয় সার্ক সম্মেলন ৷ আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারত এই সার্ক সম্মেলনে অংশগ্রহণ করে ৷ কিন্তু ১৯-তম সার্ক সম্মেলনের ঠিক আগে জম্মু-কাশ্মীরের উরিতে জওয়ানদের ক্যাম্পে জঙ্গি হামলা হয় ৷ যার তীব্র বিরোধিতা করে সার্ক সম্মেলন বয়কট করে ভারত ৷
Be the first to comment