‘রাফালে-চুক্তি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধী। রাহুল বলেন একজন শিল্পপতিকে বিশেষ সুবিধা পাইয়ে দিতেই এই চুক্তিতে বদল করা হয়েছে। পাশাপাশি অমিত শাহের ছেলের সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মোদীর মৌনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার রাহুল বলেন, আমাকে যা যা বিষয়ে প্রশ্ন করা হবে, সব প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। কিন্তু সংবাদমাধ্যমের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রাহুল বলেন তাহলে রাফালে চুক্তি ও অমিত শাহের ছেলের সংস্থা নিয়ে নরেন্দ্র মোদীকে কেন কোনও প্রশ্ন করা হচ্ছেনা? কেন প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হচ্ছেনা যে, একজন শিল্পপতিকে সাহায্য করতে কেন গোটা চুক্তিই বদলে গেল? এই বিশিষ্ট শিল্পপতি বলতে যে আম্বানিদেরই বোঝানো হচ্ছে তা নিজের ট্যুইটেই স্পষ্ট করেন রাহুল। চলতি সপ্তাহেই রাফালে চুক্তি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। তাদের অভিযোগ সরকারী টাকা নয়ছয় করে পছন্দের শিল্প সংস্থাকে সুযোগ করে দেওয়া হচ্ছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন দূর্ণীতিতে দলের নাম জড়িয়ে যাওয়ায় এমন অভিযোগ করছে কংগ্রেস।
Be the first to comment