পুরুলিয়ার বলরামপুরের সভায় ফের মাওবাদী প্রসঙ্গ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

জঙ্গলমহল সফরের প্রথম দুদিন সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান আর দুর্নীতির দমনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃতীয় দিনে পুরুলিয়ার বলরামপুরের সভায় ফের পুরনো মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী। এদিনের জনসভায় ফের মাওবাদী প্রসঙ্গে তুলে ধরলেন তিনি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে, এই অঞ্চলে কীভাবে নাশকতামূলক কাজ চলেছে সে কথা বলেন মমতা। মনে করান বাম জমানায় তাঁর সংগ্রামী জীবনের কথাও।

তবে, বুধবারের পুরুলিয়ার সভাতেও ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা। এলাকায় অশান্তির সৃষ্টির জন্য নাম না করে বিজেপির দিকে আগুন তোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ঝাড়খণ্ডের বিজেপি সরকারের বাংলায় উপদ্রব করার জন্য লোক ঢোকাচ্ছে৷ বাংলা-ঝাড়খণ্ড সীমানায় তৃণমূল কর্মীদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷ একসঙ্গে বাম ও বিজেপির আঁতাতের অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। এ রাজ্যে বিজেপির প্রভাব বিস্তারের জন্য বামের হাত রয়েছে বলে অভিযোগ করে মমতা বলেন, আগে যাঁরা লাল জামা পরতেন, তারাই এখন গেরুয়া জামা পরছেন। এই এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার অশালীন ব্যবহার, দুর্নীতির জন্য দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ স্থানীয়রা। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। সেকথা জানান তৃণমূলনেত্রীও। সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য সভা থেকে এলাকাবাসীর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে দলীয় কর্মীদের জনসংযোগের উপর জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। আগামী নির্বাচনে বিজেপি রাজ্যে একটি আসন পাবে না বলে মত মমতার। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের একাধিক লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতার করবে বলে ঘোষণা করেন তিনি। আগামী বছরই লোকসভা নির্বাচন, তার আগে বলরামপুরের সভা থেকে কার্যত দলীয় প্রচারের মুখবন্ধ করে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*