দুর্নীতির দুটি মামলায় আপিলে রেহাই পেলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় আপিলে খালাস পেলেও ৩০ ডিসেম্বর সংসদের নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্তির পরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, সেদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এডভোকেট খুরশিদ আলম খানও বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ খালাস বা দণ্ড স্থগিত না হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না। দুর্নীতির দায়ে আদালতের দণ্ড ও সাজা স্থগিত চেয়ে পাঁচ বিএনপি নেতার আবেদন খারিজ করে আদেশ দেওয়ার সময় হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ মত দেয়।
Be the first to comment