‘সবার সামনে নয়, টয়লেটে গিয়েই সন্তানকে স্তন্যপান করাতে হবে !’ সাউথ সিটি মলে সম্প্রতি এরকমই নিদান শুনতে হল এক মহিলাকে ৷ মহিলার হাজার অনুরোধে পরেও, কর্তৃপক্ষেরা রইল মন্তব্যে অনড় , ‘পাবলিক প্লেসে নয়, ওয়াশরুমেই আপনাকে স্তন্যপান করাতে হবে!’ এমনকী, এখানেই থামেনি মল কর্তৃপক্ষ ৷ ফেসবুকে স্তন্যপান নিয়ে মহিলাকে আপত্তিজনক ভাষায় আক্রমণও করে মলের জনসংযোগ বিভাগ৷ পরে চাপে পড়ে পোস্টটি ডিলিট করে কর্তৃপক্ষ ৷
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে নাগাদ ৷ ননদ ও সাত বছরে সন্তানকে নিয়ে সাউথ সিটি গিয়েছিলেন মহিলা ৷ হঠাৎই তাঁর সাত বছরের মেয়ে কান্নাকাটি শুরু করে ৷ তিনি বুঝতে পেরেছিলেন, মেয়েকে স্তন্যপান করাতে হবে৷ রবিবারের ভিড়ে ঠাসা সাউথ সিটি মলে হন্যে হয়ে খুঁজছিলেন, একটু বসার জায়গা ৷ বাচ্চাকে কোলে নিয়েই একবার ছুটছিলেন ফার্স্টফ্লোরে, তো কখনও সেকেন্ড ফ্লোরে ৷ সব জায়গাতেই কর্তৃপক্ষের কড়া নজর আর একটাই মন্তব্য, ‘টয়লেটে গিয়ে স্তন্যপান করান !’ অবশেষে, একেবারে শেষের ফ্লোরে গিয়ে পৌঁছন তিনি ৷ সেই ফ্লোরে চলছিল মেরামতের কাজ ৷ সেখানেও বার বার অনুরোধ করেন মহিলা ! কিন্তু কর্তৃপক্ষের উত্তর একটাই ৷
উপায় না পেয়ে, মহিলা ঢুকে পড়েন শপিং মলের একটি স্টোরে ৷ সেখানে নানা অনুরোধের পরে ট্রায়াল রুমে সন্তানকে দুগ্ধপান করান ৷ বাড়ি ফিরে প্রচণ্ড ক্ষোভে, ফেসবুকে এই ভাবেই গোটা ঘটনা বর্ণনা করেছেন তিনি৷ ফেসবুকে রীতিমতো একহাত নিয়েছেন সাউথ সিটি মলকে ৷ তবুও হয়রানি কমেনি তাঁর ৷ সাউথ সিটি মলের চত্বর পেরিয়ে ফেসবুকেও অপ্রীতিকর মন্তব্য শুনতে হয় তাঁকে ৷ সৌজন্যে অবশ্যই শপিংমল কর্তৃপক্ষ !
ফেসবুকে সাউথ সিটি মলের পক্ষ থেকে জানানো হয়, ‘ব্যাপারটা অদ্ভুত ! এটা কোনও ইস্যুই নয় ৷ নিরাপত্তার কারণেই শপিং মলের ফ্লোরে স্তন্যপানে অনুমতি দেওয়া হয় না ৷ তবুও এমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময়ই ছাড় দেওয়া হয় ৷ আমরা এই জায়গাটা শপিংয়ের কথা মাথায় রেখেই তৈরি করেছি ৷ তাই বাড়ির কাজ বাড়িতেই করুন…. ’
সাউথ সিটির এই ধরণের মন্তব্যের পরেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় ওঠে ৷ সাউথ সিটি মলের ফেসবুক পেজে গোটা ঘটনার তীব্র নিন্দা শুরু করে নেটিজেনারা ৷ বিশেষ করে শহরের মহিলারা গোটা ঘটনাকে ‘অপ্রীতিকর’ বলে মন্তব্য করেন ৷ এবং সাউথ সিটি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন !
সোশ্যাল নেটওয়ার্কে নেটিজেনদের ঝড়ের চোটে রীতমতো বাধ্য হয়েই ক্ষমা চাইলেন সাউথ সিটি মলের কর্তৃপক্ষ ৷ তবুও যেন বরফ গলছে না ! সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন উঠছে শহরের শপিংমল কর্তৃপক্ষদের ব্যবহারের দিকে ৷
তবে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিতর্কের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও সমালোচনা হয়েছে বহুবার ৷ কেরলের এক জনপ্রিয় ম্যাগাজিন গৃহলক্ষ্মীতে স্তন্যপানের ছবি কভার করায়, তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্যাগাজিনের এডিটরকে ৷
Be the first to comment