১৯৯৯ সালে প্রথম বার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (EVM) ব্যবহার করেছিল নির্বাচন কমিশন৷ গোয়া বিধানসভা নির্বাচনে৷ তারপর প্রায় ২ দশক কেটে গেলেও প্রতিটি ভোটেই ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠেছে৷ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তা বাদ গেল না ৷ খারাপ ইভিএম-এর জেরে ভোটগ্রহণের মূল্যবান সময় নষ্ট হল বুধবারও৷
এ দিন সকাল থেকেই মধ্যপ্রদেশ ভোটের লাইনে দাঁড়িয়েছে অক্লান্ত ভাবেই৷ কিন্তু সকলে স্বছন্দ্যে ভোট দিতে পারলেন কই? বিভিন্ন পোলিং স্টেশন থেকে নির্বাচন কমিশনের কাছে যে হারে ভিডিও পৌঁছল, তাতে মোটের উপর একটাই অভিযোগ, ইভিএম ও VVPAT মেশিন খারাপ৷ ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে৷ স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার ভি এল কান্তা রাও-ই সম্মুখীন হলেন ইভিএম খারাপের৷ ভোপালের চার ইমলি ভিভিআইপি পোলিং বুথে ভোট দিতে গিয়ে জানলেন ইভিএম-এ গোলযোগ৷
দুপুর ১২টার পরে নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ চলাকালীন ২৫০টি ইভিএম রিপ্লেস করা হয়েছে৷ এই সংখ্যাটা হয়তো দিনের শেষে আরও বাড়বে৷ অনেক জায়গায় রিপ্লেস করার পরেও ইভিএম-এ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে৷ অতঃপর, আবার রিপ্লেস৷
মন্দলা, চার ইমলি, ইন্দোর, ভোপাল ও সতনা-সহ একাধিক কেন্দ্রে ইভিএম খারাপের খবর এসেছে৷ রামপুর বাঘেলানের ৪২ নম্বর বুথে তো ইভিএম খারাপের জেরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শেষমেশ অনেক ভোটার ভোট না-দিয়েই বাড়ি ফিরে গেলেন৷ কিছু বুথে ইভিএম খারাপের জেরে প্রথম ভোটই পড়েছে সকাল ১০.৫৪ মিনিটে৷
বেতুল কেন্দ্রের পুসালি গ্রামের ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটাররা বলছেন, তাঁরা ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন লাইনে৷ এভিএম খারাপ৷ ইভিএম গোলযোগের অভিযোগ তুলেছেন বিরোধীরাও৷ মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথের বক্তব্য, কংগ্রেসের যে সব জায়গায় সংগঠন মজবুত, সেই সব জায়গায় বেশি করে ইভিএম গোলযোগ হয়েছে৷ তাই সেই সব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করুক কমিশন৷ গুনার সাংসদ তথা কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্বাচন কমিশনের প্রধানের কাছে অভিযোগ করেন, খারাপ ইভিএম ও VVPAT-এর জেরে তাঁরা অনেক ভোট খুইয়েছে৷ নির্বাচন কমিশন প্রধান ও পি রাওয়াত জানান, ভোটের সময়সীমা বৃদ্ধির জন্য স্থানীয় নির্বাচনী অফিসারদের বলা হয়েছে ৷
Be the first to comment