শেষ হলো মধ্যপ্রদেশ ও মিজোরামের বিধানসভা নির্বাচন ৷ পদ্ম শিবির না হাত ! কোন দিকে এগোচ্ছে রাজ্য রাজনীতি ? তারই চূড়ান্ত পরীক্ষা হলো বুধবার। দিনের শেষে মধ্যপ্রদেশে ৭৫ শতাংশ ও মিজোরামে ৭৭ শতাংশ ভোট পড়েছে। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন ৷ উজ্জয়িনী এবং বুরহানপুরে ভোট চলাকালীন চারটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে । অন্যদিকে, আলিরাজপুরে ১১টি ভিভিপ্যাট-এ সমস্যা দেখা দেয় । যদিও সবক’টি মেশিন তৎক্ষণাৎ বদলে দিয়ে ফের ভোট চালু করা হয়।
এছাড়া ভোপালের সেন্ট মেরিতে একটি বুথের ২০০ মিটারের মধ্যে বিজেপির এক পোলিং এজেন্ট প্রচার চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের । অন্য দিকে ভোট চলাকালীন গুনাতে এক নির্বাচন আধিকারিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ।
মধ্যপ্রদেশে একটানা তিনবার ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ অন্যদিকে, বিজেপিকে হারাতে রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছে কংগ্রেসও ৷ ১৯-র নির্বাচনে কোনদিকে পাল্লা ভারী ? তার কিছুটা আভাস মিলবে আগামী ১১ ডিসেম্বর মধ্যপ্রদেশ নির্বাচনের ফলাফলেই।
Be the first to comment