কসবার বকুলতলায় একটি আবাসনে বিস্ফোরণ। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীর ঘরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা ভেঙে গিয়েছে। আবাসনের পাঁচিল ও পাশের আবাসনের জানলার কাঁচও ভেঙে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বম স্কোয়াড, স্নিফার ডগ ও ফরেনসিক টিম।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। কিন্তু, পরীক্ষার পর ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, বদ্ধ ঘরে সিলিন্ডার থেকে ভেপার ক্লাউড বা বাষ্প মেঘ তৈরি হয়েছিল। তার থেকেই এই বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে।
Be the first to comment