দীর্ঘদিন ধরে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ দাবি করেছেন মারাঠারা। গত জুলাই ও অগাস্টে তাঁদের বিক্ষোভ রীতিমতো হিংসাত্মক রূপ নেয়। অবশেষে বৃহস্পতিবার বিধানসভায় মারাঠাদের জন্য চাকরি ও শিক্ষায় সংরক্ষণের বিল পেশ করল রাজ্য সরকার। সর্বসম্মতভাবে পাশও হয়ে গিয়েছে সেই বিল। সংরক্ষণের বিলটি বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিরোধীরা সেই বিল সমর্থন করায় তাঁদের ধন্যবাদ দেন।
সেই বিলে আছে, শিক্ষায়তনে এবং সরকারি চাকরিতে ১৬ শতাংশ আসন মারাঠাদের জন্য সংরক্ষিত থাকবে।
মহারাষ্ট্রের জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠি। মারাঠা স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন কিছুদিন আগে রিপোর্ট দেয়, তাঁরা সামাজিক, অর্থনৈতিক ও আর্থিকভাবে পশ্চাৎপদ। তবে তাঁদের জন্য কী পরিমাণ আসন সংরক্ষিত করা উচিত, তা রিপোর্টে বলা হয়নি।
Be the first to comment