মেডিকেল পড়তে ইচ্ছুক পড়ুয়াদের জন্য সুখবর। ২০১৯ এর ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্টে’ দরজা খুলল বেশি বয়সের পরিক্ষার্থীদেরও। ২৫ কিংবা তার বেশি বয়সী পড়ুয়ারাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। রায় দিল শীর্ষ আদালত। সেই অনুযায়ী আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
এনইইটি পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে ‘এনটিএ’ বা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’। সূত্রের খবর, মেডিকেল ভর্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৫। সেই নিয়মের বিরোধিতা করেই একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত এনইইটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি মে মাসের ৫ তারিখ। যেসব পরীক্ষার্থী অংশগ্রহণে ইচ্ছুক তাঁদের এনটিএ কিংবা ডব্লুডব্লুডব্লু.এনটিএ.এসি.ইন ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে।
Be the first to comment