দিল্লির সরকার বদলে দিন। জামুড়িয়ার সভা থেকে ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পেতে বিভাজনের রাজনীতি করেন না তাঁরা। তৃণমূলকে পাশে রাখার আবেদন জানিয়ে বললেন নেত্রী। জেলা সফরে বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও সরকারি প্রকল্পের উল্লেখ করেই দলীয় প্রচারও সারলেন মমতা। শিল্পের জন্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার মানুষজনকে পুনর্বাসনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সেজন্য বিরোধীদের উস্কানিতে কান না দিয়ে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী।
বিগত লোকসভা নির্বাচনে কিছুটা চমক দিয়েই তৃণমূল প্রার্থী দোলা সেনকে হারিয়ে আসানসোল লোকসভায় জয়ী হন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পরে বাবুল কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন সময়ে টক্কর নিয়ে আসানসোলের সাংসদ নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন। সেজন্য এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি। বিজেপি বিরোধিতায় তাই পাশের রাজ্যের প্রসঙ্গও টেনেছেন। লোকসভা ভোটকে সামনে রেখে দিল্লির সরকার বদলের ডাকও দিয়েছেন জামুড়িয়া থেকে।
এরপর দুর্গাপুরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের কাছ থেকে সরকারি কাজের খতিয়ান নেন। একাধিক বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন। বিজেপির রথযাত্রার আগে জেলা সফরে রাজ্য সরকারের দেওয়া পরিষেবা ও উন্নয়নকে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি বিরোধিতার সুরও আরও চড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ছবি-
Be the first to comment