মানুষের মধ্যে হিংসা বাড়াচ্ছেন তিনি, ছড়াচ্ছেন ঘৃণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বললেন, “দেশের মুখ নন, মোদীর কেবল ঘৃণা এবং ভয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার যোগ্যতা আছে।”
নির্বাচনী প্রচারে নাইডু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, মোদী ঘৃণা এবং ভয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷ জনসাধারণ মোবাইল ফোনেও সরকারের বিরুদ্ধে কিছু বলতে ভয় পায়৷ কংগ্রেসের সময়ে তাদের সঙ্গেও বিরোধ ছিল, কিন্তু তাদের শাসনকালে এই ধরনের আতঙ্ক কারও মধ্যে কাজ করেনি৷ প্রসঙ্গত, নাইডুর তেলুগু দেশম পার্টি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ৭ ডিসেম্বর তেলঙ্গানা বিধানসবায় নির্বাচনে লড়তে চলেছেন৷
নাইডুর মতে, গত চার বছরে জনসাধারণের উন্নতির জন্য মোদীর সরকার কিছু করেনি৷ ২০১৪-তে তিনি ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন মোদী বদলে গিয়েছেন, কিন্তু পরে স্পষ্ট হয়ে যায় যে তার মধ্যে কোনও পরিবর্তনই আসেনি৷ বরং বারবার করে সুবিধালোভী কায়েমি ক্ষমতারই পক্ষ নিয়েছেন তিনি।
নাইডু সাফ জানান, নরেন্দ্র মোদী বাদ দিয়ে যে কোনও কেউ এখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাল৷ তিনি আরও বলেন, মোদীর নেতিবাচক ভাবভঙ্গি দেশের আর্থিক এবং সামাজিক ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করছে৷ তিনি সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, ‘মোদী সরকারের আমলে কোনও উন্নতি নেই, কোনও স্বাধীনতা নেই, কোনও শান্তি নেই’।
Be the first to comment