আগামী সপ্তাহেই বিশ্বের সব চেয়ে বড় ভাগবত গীতা আসতে চলেছে ভারতে; পড়ুন!

Spread the love
ইতালির মিলান শহরে তৈরি হয়েছে বিশ্বের সব চেয়ে বড় ভাগবত গীতা! আর সেটা আগামী সপ্তাহেই আসতে চলেছে এ দেশে। ইসকন সূত্রের খবর, এই বিশাল বড় গীতাটির ওজন ৮০০ কিলোগ্রাম৷ এটি তৈরি করতে দেড় কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে৷
শ্রীমদ্ভগবদ্গীতা নিয়ে বিশ্বে বহু রেকর্ড রয়েছে৷ এর সঙ্গেই এবার যুক্ত হল ইসকনের বানানো সব চেয়ে বড় গীতা হিসেবে এই রেকর্ডটিও৷ প্রায় আড়াই বছর ধরে এটি ছাপানোর কাজ চলেছে৷ ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইসকন মন্দিরে এটি রাখবেন৷ উপস্থিত থাকবেন দিল্লি ইসকনের প্রধান গোপলকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং কুরুক্ষেত্রের প্রধান সাক্ষী গোপাল দাস মহারাজ৷
তবে দিল্লি পৌঁছনোর আগেই, এখন ইতালিতেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওই গীতাটি৷ ভারতে আসার পরে ২০২০ সাল অবধি ইসকন মন্দিরে রাখা থাকলেও, তার পরে এটি স্থাপন করা হবে  কুরুক্ষেত্রে, শ্রীকৃষ্ণ-অর্জুন মন্দিরে।
এই বিশালদেহী গীতাতে ৬৭০টি পৃষ্ঠা রয়েছে৷ এর দৈর্ঘ্য ২.৮৪ মিটার এবং প্রস্থ ২.০মিটার৷ এক একটি পৃষ্ঠা উল্টানোর জন্য তিন থেকে চার জন করে লোক প্রয়োজন বলে জানা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*