প্রাক্তন কয়লাসচিব HC গুপ্তা সহ চারজনকে দোষী সাব্যস্ত করল CBI-এর বিশেষ আদালত

Spread the love
HC গুপ্তা ছাড়া কয়লামন্ত্রকের প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি KS ক্রোফা ও প্রাক্তন ডিরেক্টর KC সামরিয়াকে আজ দোষী সাব্যস্ত করেছে আদালত। KC সামরিয়া বিকাশ মেটালস অ্যান্ড পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। পাশাপাশি আনন্দ মল্লিক নামে সংস্থাটির এক অফিসারকেও একই ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত।

কয়লামন্ত্রকের একাধিক অফিসারের মদতে সংস্থাটি পশ্চিমবঙ্গের ময়রা ও মধুঝোড় (নর্থ ও সাউথ) কয়লা ব্লক দুটি বেআইনিভাবে হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালে তদন্ত শুরু করে CBI।

UPA সরকারের আমলে দু’বছর কয়লামন্ত্রকের সচিব পদে ছিলেন HC গুপ্তা। ২০০৮ সালে অবসর গ্রহণ করেন। সেসময় তিনি স্ক্রিনিং কমিটির দায়িত্বে ছিলেন। সেই কমিটি কয়লা খননের প্রায় ৪০টি কেসে ছাড়পত্র দেয়। এক্ষেত্রে দুর্নীতির বিষয়টি সামনে আসার পর অভিযোগ উঠেছিল, কয়লাসচিব প্রত্যক্ষ মদতেই এই দুর্নীতি হয়েছে। তাঁর বিরুদ্ধে ৮ টি মামলাও দায়ের করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*