এ বছর বিশ্বভাতীর কলাভবনের শতবর্ষ। শিল্পকলার অন্যতম সেরা এই কেন্দ্রে শতবর্ষ উপলক্ষ্যে শনিবার থেকে শুরু হচ্ছে নানা অনুষ্ঠান। বিশ্বকে এক সুতোয় বাঁধার স্বপ্ন নিয়ে বিশ্বভারতীকে গড়ে তোলা হয়। পরবর্তী কালে বিশ্বভারতী নিয়ে নানা বিতর্ক দেখা দিলেও, কলা বিভাগের গুণমান এখনও বিশ্বের প্রথম সারিতে। রামকিঙ্কর বেইজ, বিনোদবিহারী মুখোপাধ্যায়, সোমনাথ হোড়ের মতো বহু গুণী শিল্পী এই শিক্ষায়তনের সঙ্গে বিভিন্ন সময়, নানাভাবে জড়িত ছিলেন। তাঁদের ছাত্রছ্ত্রীরা এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত। দেশের বর্তমানে স্বনামধন্য শিল্পীরাও অনেকেই কলাভবনের প্রাক্তনী। প্রাক্তন অধ্যাপক ও চিত্রশিল্পী যোগেন চৌধুরী জানিয়েছেন, আধুনিক শিল্পের প্রশিক্ষণেও বিশ্বের অন্যতম সেরা কলাভবন। শতবর্ষের অনুষ্ঠানের পাশাপাশি প্রথা মেনে ১ ও ২ ডিসেম্বর হবে নন্দন মেলা।
Be the first to comment