কোনও মানুষই বিন্দুমাত্র টের পেল না। অথচ সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ল ভূকম্পন। গত ১১ নভেম্বর এমনই অদ্ভূত ভূকম্পন ধরা পড়েছে ভূকম্পন পরিমাপ যন্ত্র সিসমোগ্রাফে। ভারত মহাসাগরে মাদাগাস্কার ও আফ্রিকার মাঝামাঝি মায়োট দ্বীপের সৈকতের ১৫ মাইল দূরে এই ভূকম্পের উৎস। তা স্থায়ী ছিল ২০ মিনিট। এই ভূকম্প আফ্রিকার জাম্বিয়া, কেনিয়া ও ইথিওপিয়া হয়ে বয়ে যায়। আবার প্রশান্ত সাগরে পেরিয়া চিলি, নিউজিল্যান্ড, কানাডা এমনকী, ১১ হাজার মাইল দূরে হাওয়াই দ্বীপেও ভূকম্পন ধরা পড়ে যন্ত্রে। ভূকম্প নিয়ে উৎসাহী একজন এই ব্যাপারটি লক্ষ্য করেন। তাঁর বক্তব্য, এটা একটা অদ্ভূত ভূকম্প যা প্রায় গোটা দুনিয়াজুড়ে হয়েছে। এরপরই এই ভূকম্প নিয়ে শুরু হয়ে গিয়েছে গবেষণা। অবাক করা বিষয়, এই ভূকম্পনটি কিন্তু মায়োট দ্বীপে ধরা পড়েনি। কেউ বলছেন, এটা ধূমকেতুর প্রভাব, কেউ সামুদ্রের তলায় দানবের তত্ত্ব দিচ্ছেন, কেউ বলছেন পারমাণবিক পরীক্ষার কথা।
Be the first to comment