বাসা বদলাচ্ছে হলদে-কালো ডোরা

Spread the love

বাসা বদলাচ্ছে হলদে-কালো ডোরা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ছেড়ে সে আসছে আলিপুর চিড়িয়াখানায়। ওড়িশার নন্দনকানন থেকে বেঙ্গল সাফারি পার্কে এসেছিল স্নেহাশিস। কয়েক মাস পরেই অবশ্য নিজের ঘাঁটিতে ফিরবে রয়্যাল। প্রায় দু’বছর আগের কথা। সালটা দুহাজার ষোল। ওড়িশার নন্দনকানন থেকে তার পাকাপাকি ঠিকানা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। স্নেহাশিস ছিল বড় আদরের। সঙ্গে এসেছিল শীলা নামের আরও এক রয়্যাল বেঙ্গল। এই দুই হলদে-কালো ডোরার হালুম শুনতে অভ্যস্ত ছিলেন সাফারি পার্কের পর্যটকরা। তবে এবার বাড়ি বদল হচ্ছে স্নেহাশিসের। স্নেহাশিস আসছে আলিপুর চিড়িয়াখানায়। তাই মন খারাপ সাফারি পার্কের কর্মীদের। কিন্তু শিলিগুড়ি থেকে হঠাৎ কলকাতায় কেন? স্নেহাশিসের বাড়ি বদল অবশ্য সাময়িক। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রজননের জন্য আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে স্নেহাশিসকে। রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধির জন্য সিদ্ধান্ত। ডিসেম্বরেই আলিপুর চিড়িয়াখানায় স্নেহাশিসকে আনা হচ্ছে চলতি বছরের মে মাসে তিনটি শাবকের জন্ম দেয় শীলা। সম্প্রতি একটি শাবকের মৃত্যু হয়। দুই শাবককে নিয়ে এখন খাঁচায় বন্দি শীলা। গত বছরের নভেম্বরে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল বেভান নামে এক রয়্যাল বেঙ্গলকে। তাই এখন সাফারি পার্কে চলবে বেভান রাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*