এবার বিচারাধীন মহিলা বন্দিকে ধর্ষণ। তাও আবার সরকারি হাসপাতালে। ফের শিরোনামে বিহারের মুজাফফরপুর। এমনিতেই ‘শেল্টার হোমে’ ধর্ষণ খুনের অভিযোগে বেশ কিছুদিন ধরেই শিরোনামে মুজাফফরপুর। বাধ্য হয়ে সবকটি ‘শেল্টার হোমে’র বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর রাতে। কিন্তু শুক্রবার জানাজানি হয়। ইতিমধ্যেই ধর্ষিতার অভিযোগের অভিযোগের ভিত্তিতে এফাআইআর দায়ের হয়েছে মুজাফফরপুরের আহিয়াপুর পুলিশ স্টেশনে। সেখানকার অফিসার ইনচার্জ মনোজ কুমার জানান, সীতামারি সংশোধানাগারে রাখা হয়েছিল তাকে। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মুজাফফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ নভেম্বর রাতে হাসপাতালের মধ্যেই শৈলেশ কুমার ও ছোটেলাল কুমার নামের দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। হাসপাতাল থেকে জলে ফিরেই বিষয়টি তিনি জেল সুপারকে জানান। তারপরেই বিষয়টি জানতে পারে পুলিশ।
সীতামারি জেলার প্রশাসক রঞ্জিত কুমার বলেন, ধর্ষিতার অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবেই আশ্বস্ত করেন তিনি।
Be the first to comment