লোকসভা ভোটের মুখে এবার সোনিয়া গান্ধির জামাতা রবার্ট ভডরাকে ডেকে পাঠল ইডি। বিকানিরের একটি জমির মামলা নিয়ে তাঁকে ডাকা হয়েছে। রাজস্থানের বিকানিরের ওই জমি সেনার মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের জন্য উৎখাত হওয়া মানুষজনের নামে চিহ্নিত। স্থানীয় তহশিলদারের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এ নিয়ে মামলা শুরু করে। ইডি এ নিয়ে জালিয়াতির ফৌজদারি মামলা করেছে। তবে রবার্ট কোনওরকম অন্যায়ের কথা অস্বীকার করেছেন।
কংগ্রেস বলেছে, এটা নিছক রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। রাজস্থান সরকার ২০১৫ সালের জানুয়ারিতে ৩৭৪.৪৪ হেক্টর জমির মিউটেশন খারিজ করে দেয় কারণ ওই জমি অবৈধ বেসরকারি লোকজনের নামে বরাদ্দ করা হয়েছিল।
তহশিলদারের অভিযোগ, সেনাবাহিনীর চাঁদমারি পরীক্ষার জন্য ৩৪টি গ্রামের সরকারি জমি জমি মাফিয়ারা জাল দলিল দেখিয়ে বেহাত করে। ইডির ধারণা, জাল দলিল দেখিয়ে সস্তায় জমি কেনায় প্রচুর টাকার লেনদেন হয়েছে। কোলায়াতের আদালতে পুলিশ ১৮ জনের নামে চার্জশিট দায়ের করেছে।
Be the first to comment