রাজপাল যাদবের ৩ মাসের কারাদন্ড

Spread the love
সিনেমা বানাবেন বলে দিল্লির এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা। সেই টাকা ফেরত দিতে না পারায় অভিনেতাকে তিনমাসের কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট। তিনি এখন দিল্লি পুলিশের হেপাজতে আছেন।
২০১০ সালে রাজপাল যাদব ‘আতা পাতা লাপাতা’ নামে একটি ছবি পরিচালনা করেন। তার জন্য মুরলি প্রজেক্টের মালিক এম জি আগরওয়ালের থেকে পাঁচ কোটি টাকা ঋণ নেন। ঋণ শোধ করতে না পারায় আগরওয়াল তাঁর বিরুদ্ধে মামলা করেন। এর আগেও রাজপালকে আর্থিক অনিয়মের দায়ে শাস্তি দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে সাতটি চেক বাউন্স করার অভিযোগ ছিল। সেজন্য দিল্লির এক আদালত তাঁকে ছ’মাসের কারাদণ্ড দেয় ও ১ কোটি ৬০ লক্ষ টাকা জরিমানা করে। কিন্তু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান।
২০১৩ সালে একটি মামলায় তাঁকে চার দিন জেল খাটতে হয়েছিল। ঋণখেলাপের মামলায় সেবছর ডিসেম্বরে তিনি কোর্টে হলফনামা দাখিল করেন। দেখা যায়, তাতে রাজপাল যাদবের স্ত্রীর যে সইটি রয়েছে তা জাল। তখন অসন্তুষ্ট হয়ে বিচারক নির্দেশ দেন, আদালত অবমাননার দায়ে অভিনেতাকে ১০ দিন জেলে থাকতে হবে। ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেলে থাকার পরে তাঁর আবেদনে বিচারক কারাবাসের মেয়াদ তখনকার মতো স্থগিত রাখেন।
রাজপাল যাদবের বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে ভুল ভুলাইয়া, চুপ চুপ কে, গরম মসালা ইত্যাদি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*