গত ৩ মাসে ভারতের জিডিপি বেড়েছে ৭.১ শতাংশ

Spread the love
গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে ভারতের জিডিপি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন বেড়েছে ৭.১ শতাংশ। গত তিন বছরে জিডিপি বৃদ্ধির হার এত কম আর কখনই ছিল না। জুলাইয়ের আগের ত্রৈমাসিকেও জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। যদিও এর পরেও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতিই বাড়ছে সবচেয়ে দ্রুত হারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল চড়া। তার ফলে কমেছে টাকার দাম। তবে এখন অর্থনীতি ফের চাঙ্গা হয়েছে। উৎপাদনও বাড়ছে। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সচিব সুভাষ গর্গ বলেছেন, ওই ত্রৈমাসিকে যা বৃদ্ধির হার ছিল, তা মোটেই সন্তোষজনক নয়।
চার বছরের মধ্যে গত আর্থিক বছরেই জিডিপি-র হার ছিল সবচেয়ে কম, ৬.৯ শতাংশ। অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছেন, চলতি আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদন বেড়ে হবে ৭.৪ শতাংশ। কিন্তু অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির নিম্নগতি দেখে অবাক হয়েছেন অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*