রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রী বীরেন সিংকে মোদি ও হিন্দুত্বের হাতের পুতুল বলে বর্ণনা করে জেলে গেলেন মনিপুরের সাংবাদিক। ইম্ফলের ওই সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম বীরেন সিংকে সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভিডিওটি ভাইরাল হতেই তাঁকে গ্রেফতার করে পাঁচদিন নিজেদের হেফাজতে রেখে দেয় পুলিশ। পশ্চিম ইম্ফলের ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু জামিনে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ফের গ্রেফতার করা হয়।
কিশোরচন্দ্র তাঁর ভিডিওতে মনিপুরে ঝাঁসির রানির জন্মবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর কথা, ঝাঁসির রানির মনিপুরের ইতিহাসে কী অবদান আছে। মুখ্যমন্ত্রী এটা করেছেন কেন্দ্রের নির্দেশেই। শুক্রবার কিশোরচন্দ্রের সমর্থনে হাজার হাজার লোক জড়ো হয়। তাঁদের বক্তব্য, এই গ্রেফতারি ন্যূনতম মানবাধিকারের লঙ্ঘন।
Be the first to comment