প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশের জীবনাবসান হয়েছে। হিউস্টনে ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁরা। তিনি ছিলেন আমেরিকার ৪৩ তম প্রেসিডেন্ট।
১৯৮৮ সালে তিনি ডেমোক্রাট প্রার্থী মাইকেল ডুকাকিসকে হারিয়ে প্রেসিডেন্ট হন। তার আগে তিনি দুবারের জন্য প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সিনেটরের পুত্র বুশ সিনিয়র ভুগছিলেন পার্কিনসন রোগে। কথা বলতে পারতেন না। এবছরই তাঁর স্ত্রী বারবারার ৯২ বছর বয়সে মৃত্যু হয়েছে। তাঁর ছেলে জর্জ ডবলিউ বুশও ২০০০ সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। তার পরের বার হেরে যান বিল ক্লিন্টনের কাছে। ঠান্ডা যুদ্দের সময় রাজনৈতিক পারদর্শিতা পরিচয় দিয়েছিলেন তিনি। ফ্লোরিডার প্রাক্তন গভর্নর জেব, নীল ও মার্ভিন, মেয়ে ডরোথি এবং ১৭ জন নাতিনাতনি রয়েছেন। টেক্সাসে কলেজ স্টেশনে তাঁর স্ত্রী বারবারার সমাধির পাশেই সমাহিত করা হবে বুশকে।
Be the first to comment