ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের উত্তাল প্যারিস। এই নিয়ে পরপর তিনটি শনিবার বিক্ষোভে নামলেন হলুদ গেঞ্জির প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীরা পুলিশের দিকে হলুদ রং ছুঁড়লে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে। গ্রেফতার হয়েছে ১৬ জন।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জানিয়ে দিয়েছেন, তিনি জ্বালানির ট্যাক্স কমাবেন না। তবে কী করে ট্যাক্স বসানো হবে তা নিয়ে তিনি আলোচনায় রাজি। ম্যাকরঁর সেই বক্তৃতায় বিশেষ কোনও প্রভাব পড়েনি। শনিবার প্যারিসের প্রধান সড়ক সজেঁ লিজে ঘিরে রাখায় বিক্ষোভ শুরু হওয়ার আগেই সংঘর্ষ বেঁধে যায়। গোলমালের আশঙ্কায় বহু দোকান ঝাঁপ ফেলে দেয়। ১৭ নভেম্বর থেকে এই বিক্ষোভ চলছে
Be the first to comment