অবশেষে সরছে বিষ্ণুর ৩০০ টনের একশিলা মূর্তি

Spread the love

পাঁচবছরের টানা প্রচেষ্টা। অবশেষে ২৪০ চাকার ট্রেলারে করে সরছে বিষ্ণুর ৩০০ টনের একশিলা মূর্তি। কর্নাটকের তিরুভান্নামালাই নামের একটি প্রত্যন্ত গ্রাম থেক সরিয়ে আনা হচ্ছে প্রত্নতাত্বিক মূর্তিটিকে। বেঙ্গালুরুর একটি মন্দিরে রাখা হবে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপায়ে সরানোর চেষ্টা হয়। কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নিষ অবশেষে ভাস্কর্য বিশেষজ্ঞদের দিয়ে কিছু অংশ খন্ড খন্ডে ভাগ করার সিদ্ধান্ত হয়। একটি একটি খন্ডের ওজন হয় প্রায় ৯০ টনের কাছাকাছি।

যার মধ্যে রয়েছে ২২টি হাত, ১১টি মাথা ও সাতমুখী সাপের ফনা। এরপরে ২৪০ টাকার ট্রেইলারে চাপিয়ে ধীরে ধীরে নাড়ানো সম্ভব হয়েছে ১০৮ ফুটের মহাবিষ্ণুর মূর্তিকে। তবে এখনও কাজ শেষ হয়নি। কদিন আগেই প্রচন্ড বৃষ্টিতে ট্রেলারের চাকা কাদায় বসে গেছে। আপাতত সেই কাদা সরানোর কাজ চলছে। তারপরে বেঙ্গালুরুর মন্দিরে নিয়ে গিয়ে সব অংশ জুড়ে দিয়ে পুনরায় মহা বিষ্ণুকে প্রতিস্থাপন করা হবে। তাও কমপক্ষে প্রায় ২ বছরের অপেক্ষা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*