নতুন রূপে ‘তেজস’

Spread the love
যাত্রা শুরুর প্রথম দিনেই বেধেছিল বিপত্তি। যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে বিমানের ধাঁচে যে এলসিডি স্ক্রিন, হেডফোন বসানো হয়েছিল তেজস এক্সেপ্রেসে তা উপড়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা আর প্রতিটি সফরের শেষে অধিকাংশ হেডফোন চুরি যাওয়ার পরে নড়েচড়েই বসেছিল রেল। ভারতের অন্যতম সুপার ফেসিলিটি ট্রেনের এ হেন দুরাবস্থা সারিয়ে ফের নয়া রূপে তাকে হাজির করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গয়াল।
নতুন তেজসে থাকছে ২৩টি অতিরিক্ত কোচ। আরামদায়ক লেদার সিট, মোটর চালিত জানলা ও বিমানের ধাঁচে আরও আধুনিক এলসিডি স্ত্রিন।তাতে খবর থেকে সিনেমা-গান ইত্যাদি শোনার জন্য আলাদা করে থাকবে হেডফোন।
এ যাবৎ ভারতীয় রেল যে সব সুপার ফেসিলিটি ট্রেন নিয়ে এসেছে, তার মধ্যে তেজস অন্যতম। এই ট্রেনটির প্রত্যেকটি জার্মান কোচ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। তেজসের এক একটি কোচ তৈরি করতে খরচ হয়েছে ৩.২৫ কোটি টাকা। এলইডি স্ক্রিন, কফি মেশিন ও ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও থাকছে সিসিটিভি ক্যামেরা, ধোঁয়া সনাক্তকারী যন্ত্র এবং ট্রেনের সব দরজাই স্বয়ংসক্রিয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*