কংক্রিটের জঙ্গলের মাঝে একটুকরো সবুজ পৃথিবী। শিল্পশহর হলদিয়ায় চোখের আরাম দিচ্ছে একাধিক পার্ক। ক্ষুদিরাম স্কোয়ার, দুর্গাচক, টাউনশিপ, হাতিবেড়ার মত গুরুত্বপূর্ণ জায়গায় পার্কগুলি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আরও কয়েকটি পার্ক চালু হবে বলে জানিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। পার্কগুলি ছোট থেেক বড় সবার কাছেই প্রিয় হয়ে উঠেছে।
হলদিয়া শিল্প শহর। শিল্প শহরে একাধিক কারখানা। আর কারখানা মানেই কংক্রিটের জঙ্গলে হাঁসফাঁস। তবে কংক্রিটের জাল ছিঁড়ে বেরোনর খোঁজ দিচ্ছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। হলদিয়াকে সাজিয়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে এইচডিএ। সুন্দর ও দৃষ্টিনন্দন একাধিক পার্ক তৈরি করে নাগরিকদের উপহার দিচ্ছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই বন্দর নগরী হলদিয়ার একাধিক জায়গায় বেশ কয়েকটি পার্ক চালু হয়েছে। ভিড় জমাচ্ছেন আট থেকে আশি।
ক্ষুদিরাম স্কোয়ার, দুর্গাচক, টাউনশিপ, হাতিবেড়ার মত গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে বড় মাপের পার্কগুলি।
হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এমনকী পর্যটকদের কাছেও নজর কেড়েছে সবুজের সমারোহ। বিভিন্ন রাইড থাকায় আকর্ষণীয় হয়ে উঠেছে পার্কগুলি।
প্রতিদিনই পার্কগুলিতে ভিড় বাড়ছে। ভবিষ্যতেও ভিড়ে ভাটা পড়বে না, এমনটাই মনে করছেন হলদিয়ার বাসিন্দারা। পার্কগুলির পাশে আধুনিক মানের বড় বড় বিনোদন মঞ্চও গড়ে তুলছে এইচডিএ। এই বিনোদন মঞ্চের মাধ্যমে সংস্কৃতি চর্চারও সুযোগ পাবেন শিল্পী থেকে সাধারণ মানুষ সকলেই। হলদিয়ায় শিল্পের সঙ্গে গাঁটছড়া বাঁধছে বিনোদন আর সংস্কৃিত।
Be the first to comment