দিল্লিতে বড়সড় হাওয়ালা চক্রের পর্দা ফাঁস করল আয়কর দফতর। দিল্লির চাঁদনি চওকের নয়াবাজার এলকার একটি ভল্টে হানা দিয়ে প্রায় ২৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। গোপন সূত্রে খবর পেয়েই দিল্লির ৮টি জায়গায় শনিবার থেকে তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। জানতে পারেন, হাওয়ালা চক্রের ব্যবসায়ীরা ব্যাঙ্কের মতো ভল্ট ভাড়া করে নিজেদের টাকা সেখানে লুকিয়ে রাখছেন। একটি ভল্টের শতাধিক লকার থেকে এই ২৫ কোটি টাকা উদ্ধার করা হয়।
সূত্রের খবর, হাওয়ালা চক্রের অন্যতম পাণ্ডা পঙ্কজ কাপূরের বিরুদ্ধে তদন্ত নেমেই এই বেআইনি লেনদেনরে সন্ধান পায়। তার বিরুদ্ধে প্রায় ৩,৭০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আধিকারিকরা আরও জানান, এই নিয়ে তৃতীয়বার এত বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে একবছরে। এগুলি গুটখা ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ীদের বেআইনি টাকা।
Be the first to comment