আপনারা আমাকে ভোট দিন। তাহলে আপনাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে কেউ আটকাতে পারবেনা। পুলিশও আটকাতে পারবে না।’ ভোটে জিততে কল্পতরু সব রাজনৈতিক দলই। পূরণ হোক বা না হোক ভুরি ভুরি প্রতিশ্রুতির বহর। তাই বলে সরাসরি বাল্যবিবাহের প্রতিশ্রুতি! হ্যাঁ, এভাবেই রাজস্থান বাল্যবিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির প্রার্থী। সোশাল মিডিয়াই ভাইরাল হয়েছে সেই ভিডিও। রাজস্থানের সোজাত নির্বাচনী এলকার ঘটনা। জানা গেছে, ওই অঞ্চলটিতে দেওয়াসি সম্প্রদায়ের মানুষের বসবাস। যাদের মধ্য বাল্যবিবাহ বহুল পরিমাণে প্রচলিত। কিন্তু পুলিশের বাধায় বহুবার বিয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অভিভাবকরা। সেই নিয়ে অবশ্য ক্ষোভের অন্ত নেই তাদের মধ্যে। এবার সেটাকে হাতিয়ার করেই ভোট প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী শোভা চৌহান। আগামী ৭ ডিসেম্বর মরুরাজ্যে ভোটগ্রহণ। সোজাতের পিপালিয়া কালা নামের একটি গ্রামে দেওয়াসি সম্প্রদায়ের জনসভায় শোভা বললেন, আপনারা আমাকে ভোট দিয়ে জেতান। আমাদের হাতে ক্ষমতা থাকলে আপনারা নিরাপদ। আপনাদের ছেলে মেয়েদের বিয়েতে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। অথচ বাল্যবিবাহ এখন আমাদের দেশে রীতিমতো অপরাধ। দলমত নির্বিশেষ সমস্ত রাজনৈতিক দলের সরকারই এই সামাজিক কু প্রথা বন্ধে সোচ্চার। সেখানে বিজেপি প্রার্থীর এমন প্রতিশ্রুতিতে সমালোচনার ঝড় ইন্টারনেটে।
Be the first to comment