বাংলাদেশে নির্বাচনের আগে নাশকতার ছক জেএমবি জঙ্গিগোষ্ঠীর। তার আগে গা ঢাকা দিতে ঢুকে পড়েছে ভারতে। তাও আবার অসমে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে এই নিয়ে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, অসমের ধুবরি-বারপেতা অঞ্চলের আশেপাশে কোথাও আত্মোগোপন করে রয়েছে জঙ্গিদের দলটি। ৩০ ডিসেম্বর বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেসময়ই নাশকতা চালানো হবে সেখানে। এমনটাই পরিকল্পনা জঙ্গিগোষ্ঠীর। বাংলাদেশ সরকারের গোয়েন্দা রিপোর্ট পেয়েই নড়চড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। রিপোর্টে আরও বলেছে, জামাতের শীর্ষ নেতা সালাউদ্দিনের ভারতের আনাগোনা বেড়েছে। এটা নিশ্চিত যে এদেশে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। ধুবরি-বারপেতা অঞ্চলের কথা জানা গেলেও, সঠিক অবস্থান জানা যায়নি। আগে সাধারণত পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতেই আত্মগোপন করতে জঙ্গিরা। কিন্তু পশ্চিমবঙ্গ সহ দক্ষিণের রাজ্যগুলিতে এখন ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। দক্ষিণ ভারত থেকে গ্রেপ্তার হয়েছে সাহিদুল ইসলাম ও বোমা মিজান৷ ফলে উত্তর ভারতে আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যের সীমান্তে রেড অ্যালার্ট জারি হয়েছে। কোনও ভাবেই সন্ত্রাসীরা যাতে ঢুকতে বা বেড়িয়ে যেতে না পারে নিশ্চিত করতে বলা হয়েছে বিএসএফকে।
Be the first to comment