দেশের সমস্ত হনুমান মন্দিরের দায়িত্ব দেওয়া হোক অনগ্রসর শ্রেণির মানুষদের ৷ শুধু তাই নয় ৷ মন্দিরের পুরোহিত হিসেবে নিয়োগ করা হোক দলিতদের !
হনুমান ‘বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণির মানুষ’! ভোটের প্রচারে নেমে এহেন বিতর্কিত মন্তব্য করে আইনি প্যাঁচে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অন্যদিকে যোগীর ফেলা ‘লুস-বল’ নিয়ে একের পর এক ‘বাউন্সার’ দিয়ে যাচ্ছে বিরোধী শিবির ৷ এবার হনুমানজি-কে বঞ্চিত বলার জেরে উত্তরপ্রদেশের দলিত সংগঠন ভীম আর্মি ফাউন্ডেশন-এর নেতা চন্দ্রশেখর আজাদের আক্রমণের মুখে পড়লেন যোগী আদিত্যনাথ ৷
রাজস্থানের আলোয়ারে জনসভা করছিলেন আজাদ ৷ সেখানেই উঠে আসে যোগীর প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘যোগী আদিত্যনাথের দাবি হনুমান জঙ্গলে বাস করতেন ৷ তিনি ছিলেন একজন বঞ্চিত ও অনগ্রসর শ্রেণ্রি ৷ দেশের সব জাতিকে একত্র করতে নাকি বজরঙবালি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ এর প্রতিবাদে অনগ্রসর শ্রেণির সকলের উচিত হনুমান মন্দির দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া ৷’
ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্য করার জেরে হিন্দুত্ববাদী রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভা আদিত্যনাথকে আইন নোটিশ পাঠিয়েছে ৷ পাশাপাশি যোগীকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠন ৷
প্রসঙ্গত, কিছু দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন আজাদ। বছরখানেক আগে সাহারানপুরের রাজপুত বনাম অনগ্রসর শ্রেণির সংঘর্ষ হয় ৷ তাতে নেতৃত্ব দেওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছিল আজাদকে। অর্থাৎ অনগ্রসর-উচ্চবর্ণ লড়াই থেকেই তাঁর উত্থান!
Be the first to comment