২০১৭-১৮ অর্থবছরে আয়ের শীর্ষে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে পেশ করা অডিট রিপোর্ট থেকে জানা গেছে এই তথ্য। কমবেশি আয় বেড়েছে প্রায় সবকটি সর্বভারতীয় রাজনৈতিক দলেরই। কিন্তু সবচেয়ে বেশি বিজেপির, প্রায় একহাজার কোটি টাকারও বেশি। সেই হিসেবে ২০১৯ এর লোকসভার আগেই ধনী পার্টির তকমা পেল সর্বভারতীয় দলটি। আয় বেড়েছে বিএসপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম)-রও। মায়াবতীর বিএসপির ৬৮১ কোটি (২০১৬-২০১৭) টাকা থেকে বেড়ে হয়েছে ৭১৭ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের আয় ২৬২ কোটি (২০১৬-২০১৭) টাকা থেকে বেড়ে হয়েছে ২৯১ কোটি টাকা। আর সর্বভারতীয় রাজনীতিতে কিছুটা হলেও কোণঠাসা সিপিআই(এম)-রও আয় বেড়েছে কিছুটা। বর্তমানে তাদের তহবিলের পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা। সিপিআইয়ের সেখানে দেড় কোটি টাকা। যদিও তালিকাটিকে এখনই সম্পূর্ণ বলা যাচ্ছে না। কারণ, কংগ্রেস ও এনসিপি সহ এখনও তাদের হিসেব জমা দেয়নি।
Be the first to comment