বেতন না পেয়ে গণ অসুস্থ হলেন পাইলটরা

Spread the love

মাইনে পাননি। তাই গণ অসুস্থ হলেন পাইলটরা। ফলে রবিবার জেট এয়ারওয়েজের ১৪টি উড়ান বাতিল করতে হল।

অর্থাভাবে লোকসানে চলা জেট তাদের সিনিয়র ম্যানেজমেন্ট স্তরে গত আগস্ট থেকেই বেতন দিতে পারছে না। সেপ্টেম্বরে তাদের বেতনের খানিকটা মিটিয়ে দিলেও অক্টোবর এবং নভেম্বরের পুরো বেতনই বাকি। জেটের অন্তর্দেশীয় পাইলটদের সংগঠন এনএজি পাইলটদের সমস্যা সম্পর্কে উদাসীন বলে অভিযোগ করা হয়েছে। জেট অবশ্য জানিয়েছে, পাইলটদের অসহযোগিতা নয়, কিছু আকস্মিক সমস্যায় উড়ান বাতিল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*