মধ্যরাতে দুর্ঘটনা খোদ রাজধানীর রাস্তায়। তীব্র গতির বিলাসবহুল গাড়ি পিষে দিল এক ব্যক্তিকে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকার সেক্টর-৭-এ রবিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে। তীব্র গতিতে আসা একটি মার্সিডিজ বেঞ্জের চাকায় পিষ্ট হয়ে গিয়েছেন এক ফল বিক্রেতা। আহত হয়েছে আরও এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামনেই একটি পাইকারি সবজি বাজার থেকে নিজের ঠ্যালাগাড়িতে করে ফল নিয়ে আসছিলেন ওই ফল বিক্রেতা। আচমকাই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়ি। পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে।ফলওয়ালা এবং আরও এক ব্যক্তিকে ধাক্কা মেরে ঘাতক গাড়িটি নিয়ে পালিয়ে যান চালক। এক পথচারীর ফোনে তোলা ছবি থেকে দেখা গিয়েছে রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একগাদা ফল। সঙ্গে রয়েছে চাপ চাপ রক্ত।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ফল বিক্রেতার। গুরুতর আহত অবস্থায় আর এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশের অনুমান, সম্ভবত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আর সেইজন্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তবে গাড়ির কোনও যান্ত্রিক গোলযোগও থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে তারা। নজরে এলেই গ্রেফতার করা হবে গাড়ির চালককেও।
Be the first to comment