সরকারকে সাহায্যের জন্য ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে দিতে চান মন্দির কর্তৃপক্ষ

Shiridi Sai Baba Mandir
Spread the love
ভারতের বড় বড় মন্দির-মসজিদগুলির সম্পত্তির পরিমাণ শুনলে অনেকেই চমকে যান। সমাজসেবীদের একাংশের দাবি, এই সম্পত্তি ধর্মের নামে আটকে না রেখে তা সমাজের সার্বিক উন্নয়নের কাজে লাগানো উচিত। এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলাও হয়েছে একাধিক। এবার হতে চলেছে তেমনই কিছু।
তবে আইনি চাপে প়ড়ে নয়, স্বেচ্ছায় সরকারের সহযোগিতায় এগিয়ে এল মহারাষ্ট্রের শিরডি সাঁই বাবা মন্দির। শ্রী শিরডি সাঁই বাবা সংস্থার ট্রাস্টের তরফে জানানো হয়েছে, নীলওয়ান্দে বাঁধ তৈরির কাজে রাজ্য সরকারকে সাহায্য করার জন্য ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে দিতে চান মন্দির কর্তৃপক্ষ। এই ঋণের জন্য কোনও সুদও দিতে হবে না মহারাষ্ট্র সরকারকে।
মহারাষ্ট্রের প্রভারা নদীর উপর এই নীলওয়ান্দে বাঁধটি তৈরি করা হচ্ছে। এর ফলে আশেপাশের পাঁচটি জেলার ১৮২টি গ্রামের মানুষ উপকৃত হবেন। সরকারের সেচ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, বাঁধটি আংশিক ভাবে প্রস্তুত। জল সঞ্চয় করা শুরুও হয়েছে। তবে, বাঁধটির দুই দিকে আরও কয়েকটি ক্যানাল তৈরি করতে হবে সেচ এবং পানীয় জলের প্রয়োজনে।
এই প্রকল্পের জন্য সরকারের অর্থ প্রয়োজন। এর আগে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষি সঞ্জীবনী যোজনার অধীনে ২ হাজার ২৩২ কোটি টাকা আর্থিক সাহায্য পেয়েছিল প্রকল্পটি। এদিকে মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারের সঙ্গে আর্থিক সাহায্যের ব্যাপারে একটি মউ সাক্ষরিত হয়েছে। শিরডি সাঁই বাবা সংস্থান সরকারকে নিঃশর্তে ৫০০ কোটি টাকা দিচ্ছে, এবং এর জন্য কোনও সুদও চাইছে না। সংস্থাটি চায় এই এলাকার মানুষ ভাল সেচ ব্যবস্থার সুবিধা পাক।
ট্রাস্টি বোর্ডের এক আধিকারিকই জানিয়েছেন, শিরডি সাঁই বাবা মন্দির এর আগেও একাধিক সমাজসেবার কাজে আর্থিক সাহায্য করেছে। কিন্তু এত বড় অঙ্কের অর্থ সাহায্য এই প্রথম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*