ছবি- প্রশান্ত দাস
আগেই সমর্থন জানিয়েছিলেন। আর এবার সরাসরি ভোট দিয়ে জেতালেন। তাদের ভোটের উপর ভিত্তি করেই কলকাতা পুরসভার নতুন মেয়র হিসাবে দায়িত্ব নিয়েছেন ফিরহাদ হাকিম। তবে সোমবার শুদুমাত্র একজন কাউন্সিলর বাদ দিয়ে সবাই এসেছেন, ভোট দিয়েছেন এবং প্রিয় ববি দাকে মেয়রের কুর্সিতে বসিয়েছেন। তারপর আলোচনার মূল কেন্দ্রবিন্দু ফিরহাদ হাকিম যে অবশ্যই হবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন কয়েকজন কাউন্সিলর আজ এসেছিলেন তাদের কথা না উল্লেখ করলে সত্যিই খুবই অন্যায় হবে।
৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ দাস। সোমবার মধ্য রাতেই হারিয়েছেন নিজের সবচেয়ে প্রিয়জন তাঁর মা যূথিকা রানী দাসকে। এদিন রাত ২.৩০ মিনিটে প্রয়াত হন আশুতোষ বাবুর মা। প্রিয়জনের বিয়োগের মাঝেই এদিন তিনি যথাসময়ে এসে প্রিয় ববি দাকে ভোট দিয়ে যান। তবে এদিন পরিস্থিতির কথা বিচার করেই ভোট দেওয়ার কিছুক্ষন পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
পাশাপাশি এদিন দেখা যায় হাতে চ্যানেল নিয়ে এসে কয়েকজন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Be the first to comment